যক্ষ্মা: লক্ষণ কেবল কাশি নয়, শিশুদের ঝুঁকি বেশি
০১:১৩পিএম, ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার
‘যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথার আর ভিত্তি নেই’। অতিপরিচিত এই স্লোগানটি আমরা অনেকেই জানি। যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও দিনে দিনে কমছে। গবেষকরা বলছেন, যক্ষ্মা কেবল ফুসফুসকে আক্রান্ত করে না, বরং এটি শরীরের যেকোনো অঙ্গের জন্য ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা বলছেন, ফোঁড়া, গোটা গোটা, ত্বকের সংক্রমণ, গলা ব্যথাও যক্ষ্মার কারণে হয়ে থাকে। তাই, মনে রাখতে হবে ‘কাশি মানেই যক্ষ্মা নয়, আবার কাশি না থাকলেও যক্ষ্মা হয়’।
বিস্তারিত