সাংবাদিকতা এক চ্যালেঞ্জিং পেশা। নীতি, নৈতিকতা, ধৈর্য, চিন্তাশীলতা, সৃজনশীলতা,সহিষ্ণুতা ও কঠিন পরিস্থিতি উত্তোরণের মানসিকতা সম্পন্ন ব্যক্তিরাই সাংবাদিকতায় টিকতে পারেন। সাংবাদিক হওয়া সহজ, কিন্তু নীতিভিত্তিক আদর্শ সাংবাদিক হওয়া কঠিন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার জয়জয়কার চলছে। ইউটিউব, ফেসবুক, টুইটারে পেইজ খুলে সাংবাদিকতার খবরও পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু প্রকৃত সাংবাদিক ও সাংবাদিকতার জৌলূস কমছে।
বিখ্যাত আফ্রিকান রাজনীতিক হেইলেমারিয়াম দেসালেন