বাংলাদেশি-পর্তুগিজ চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান নির্মাণ করছেন তাঁর নতুন চলচ্চিত্র "অটোপসি অফ এ জেনোসাইড"। পর্তুগাল থেকে ফিরে উখিয়ার শরণার্থী শিবিরে ইতোমধ্যে ছবির চিত্রায়ন শুরু করেছেন তিনি।
এর আগে ২০১৭ সালে রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোহেল নির্মাণ করেন দ্যা আইসক্রিম সেলারস। গণহত্যা থেকে পালিয়ে আসা ছোট দুই রোহিঙ্গা ভাই-বোনের জীবন সংগ্রামের মানবিক গল্প চিত্রিত হয় দ্যা আইসক্রিম সেলারস ছবিতে।