অসহনীয় এক যন্ত্রণার নাম ইউরিক এসিড। এটি আবার গাউট বা গেটে বাত নামেও পরিচিত। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, দেহে ইউরিক এসিডের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টে তীব্র ব্যথা হয়। এই ব্যথা গাউট বা গেটে বাত নামেও পরিচিত। দেহের ওজন বৃদ্ধি, অতিরিক্ত প্রোটিন গ্রহণ, অ্যালকোহল পানসহ অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে ইউরিক এসিড বেড়ে যেতে পারে। এটি দেহের কিডনি বিকল করে দিতে