পৃথিবী বড়ই আজব এক জায়গা। বিচিত্র্য মানুষের বিচিত্র্য সব কারবার এই জগৎ জুড়ে। কেউ পাখি পালে, কেউ দ্বারে দ্বারে ঘুরে মানব সেবার ব্রত নিয়ে। মানুষের এই নানামুখী ক্রিয়াকলাপের জন্যই হয়তো পৃথিবী সুন্দর। ব্যতিক্রম মানুষেরা ইতিহাসের অংশ হয়, গল্পের নায়ক হয়। তেমনই এক নায়ক ‘এরিক’। তিনি গড়েছেন প্লাস্টিকের ভাসমান হোটেল। নাম ছড়িয়েছে তার বিশ্ব জুড়ে।
আফ্রিকার দেশ