অগ্রহায়ণ পেরিয়ে পৌষের উঠোনে বাংলাদেশ। নতুন ধানের গন্ধ ছড়িয়ে পড়েছে গ্রামের বাতাসে। আবহমান কাল থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে নতুন ধান কাঁটা শুরু হয়। এরপর শুরু হয় নবান্ন উৎসব। বছরের এই সময়টাতে কৃষকের ঘরে থাকে নতুন চালের ভাত। আর নতুন চালের গুঁড়ো, নতুন খেজুর গুড় দিয়ে পিঠাপুলির আয়োজন। নবান্ন উৎসবের উপলক্ষ ছড়িয়ে যায় গ্রাম থেকে শহরে।