• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ছয় মাসের সন্তান ড্রেসিংরুমে, মাঠে মায়ের ক্রিকেট কীর্তি

ছয় মাসের সন্তান ড্রেসিংরুমে, মাঠে মায়ের ক্রিকেট কীর্তি

স্পোর্টস ডেস্ক

ছয় মাস বয়সী শিশু কন্যাকে রেখে গেছেন ড্রেসিংরুমে। সতীর্থ ও স্বজনের কোলে ছোট্ট শিশু। মাঠে তখন ভারত-পাকিস্তান ক্রিকেট রণ চলছে। ফুটফুটে সন্তানকে ত্রিশ গজের বাইরে রেখেই মাঠে মা হাঁকালেন অর্ধশতক। এ এক অনন্য কীর্তি।

এমন ঘটনার নজির গড়েছেন পাকিস্তানের জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। মা হওয়ার মাত্র ৬ মাসের মাথায় খেলায় ফিরেছেন তিনি। চলমান নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে আলোড়নও সৃষ্টি করেছেন এই ক্রিকেটার।

এ ছাড়া অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভারত-পাকিস্তানের সেই ম্যাচে ড্রেসিংরুমে ছিল না বৈরি ভাব। বরং উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি ছিল যেন বিসমাহ মারুফের ৬ মাসের শিশু কন্যা ফাতিমার দিকে।

শিশুকে কোলে নিয়ে ভারতের ক্রিকেটাররাও ছবি তুলেছেন, সেলফি তুলেছেন, শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলায় বিসমাহ মারুফ অর্ধশতক তুলে নিলেও দলকে জেতাতে পারেননি। কিন্তু দল না জিতলেও হাফসেঞ্চুরির উদযাপনটা করতে মোটেও ভুল করেননি বিসমাহ। ৫০ এর কোটা স্পর্শ করেই বাচ্চাকে দুুলুনি দেয়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।

০৮ মার্চ ২০২২, ০৫:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।