• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোজ্যতেলের আমদানি পর্যায়ে প্রত্যাহার হচ্ছে ভ্যাট

ভোজ্যতেলের আমদানি পর্যায়ে প্রত্যাহার হচ্ছে ভ্যাট

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

সয়াবিন তেল ও পাম তেলের আমদানি পর্যায়েও ১৫% ভ্যাট প্রত্যাহার করছে সরকার। এর আগে ভোজ্যতেলের পরিশোধন পর্যায়ে ১৫ শতাংশ এবং বিপণন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে আনুষ্ঠনিক পরিপত্র জারি করবে।

এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় গত কিছুদিন ধরেই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বিক্রেতারা দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে রমজানের আগে বাজার পরিস্থিতি সামলাতে তেল, চিনির মত নিত্যপণ্য আমদানিতে ভ্যাট কমানোর নির্দেশ দিয়েছিল মন্ত্রিসভা।

সোমবার (১৪ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, “ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা কীভাবে, কতটুকু কমানো যায়, সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।”

১৫ মার্চ ২০২২, ০৩:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।