• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ২৬ জন

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, জিপিএ-৫ পেলেন আরও ২৬ জন

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

রবিবার (১৩ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে। ঢাকা শিক্ষাবোর্ড জানায়, ১৫৬ জনের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ডে আবেদন জমা পড়ে প্রায় ৩০ হাজার। আবেদনকারীর মধ্যে শুধুমাত্র ঢাকা শিক্ষাবোর্ডের ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেন। এর মধ্যে অনেক পরীক্ষার্থী এক বিষয়ে, আবার অনেকে একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষার আবেদন।

১৩ মার্চ ২০২২, ০৭:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।