• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফরিদপুরে ১২ বাসে আগুন : মামলা-তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে ১২ বাসে আগুন : মামলা-তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বরকত ও রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলা রয়েছে। মামলার পর বাসগুলো পুলিশের জিম্মায় ছিল। সেই বাসেই আগুনের ঘটনা ঘটেছে।

এদিকে আগুনের ঘটনা তদন্তে রবিবার (১৩ মার্চ) ফরিদপুরের পুলিশ সুপার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. ইমদাদ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে গঠিত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, অর্থপাচার মামলায় আদালতের মাধ্যমে সাউথ লাইন পরিবহনের ২২টি বাস আলামত হিসেবে জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা। জব্দ করা বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ফরিদপুর জেলা পুলিশের। এ বাসগুলো শহরের গোয়ালচামটস্থ মহল্লায় রাখা ছিল। গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে ১২টি বাস আগুনে পুড়ে যায়।

পরে এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

১৩ মার্চ ২০২২, ০৭:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।