• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে ছুরিকাঘাতে নিহত ৩

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে ছুরিকাঘাতে নিহত ৩

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক স্ট্যাটাসে আপত্তিকর মন্তব্য করার জেরে গাজীপুরের কাপাসিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন, নাঈম হোসেন (১৮), ফারুক হোসেন (২৬) ও রবিন (১৫)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ মার্চ) সকালে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম জানান, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রবিবার সকালে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওই তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মনোহরদীর কোচেরচর এলাকার মোস্তফার ছেলে বেলায়েত (২৩) ও দৌলতপুর এলাকার রফিক মিয়ার ছেলে ফয়সালকে আটক করেছে পুলিশ।

১৩ মার্চ ২০২২, ০২:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।