• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

স্কুলছাত্রীর আত্মহত্যা : ‘চিরকুট’ দেখে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রীর আত্মহত্যা : ‘চিরকুট’ দেখে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজের সঙ্গে খারাপ কিছু হওয়ার কথা জানিয়ে জামালপুরের মেলান্দহে চিরকুট লিখে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। চিরকুটে অভিযুক্তের নামও উল্লেখ করে গেছেন ভিকটিম ছাত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে র‌্যাব ওই চিরকুটের সূত্র ধরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

শনিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে র‌্যাবের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার যুবকের নাম তামিম আহম্মেদ ওরফে স্বপন (২৫)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ময়মনসিংহের সদর উপজেলার একটি গ্রাম থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ছাত্রীর মুঠোফোন ও ‘সুইসাইড নোট’ বা একটি চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটে ওই ছাত্রী তামিম আহম্মেদ ওরফে স্বপনের নাম উল্লেখ করে লিখেছিল, তামিম তার সঙ্গে খুব খারাপ কিছু করেছে। এছাড়া ওই ছাত্রী তার মৃত্যুর জন্য তামিমের বিচার করার কথাও লিখেছেন।

এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামালপুর র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় অভিযুক্ত তামিম আহম্মেদ তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি ওই ছাত্রী প্রথম দিকে তার বাবা-মাকেও জানিয়েছিল। কিন্তু মানসম্মানের ভয়ে তার বাবা-মা বিষয়টি কাউকে জানাননি।

র‌্যাব জানায়, এর মধ্যে গত বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুল থেকে বাড়িতে এসে গোসল-খাওয়া শেষ করে বাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ছাত্রীর মা ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পেছনের জানালার খুলে দেখতে পান, মেয়ের লাশ ঝুলছে।

র‌্যাব কর্মকর্তা জানান, ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত তামিম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

১২ মার্চ ২০২২, ০৪:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।