• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঝিনাইদহ

মুরগির খামারে সয়াবিন তেল মজুদ, দুইজনকে জরিমানা

মুরগির খামারে সয়াবিন তেল মজুদ, দুইজনকে জরিমানা

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে সয়াবিন তেল মজুতের দায়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পৃথকস্থান থেকে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার রামনগর বাজারে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিণাকুন্ডুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

তিনি বলেন, দুই ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হরিনাকুন্ডু উপজেলার রামনগর বাজারের ব্যবসায়ী বিধান সাহা ও দিলদার আলী সয়াবিন তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। গত ১২ ফেব্রুয়ারি এ সয়াবিন তেল মজুত করা হয়। পরে বাজারে তা চড়া দামে বিক্রি করা হচ্ছিল। এরপর ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন, দিলদার আলীর মুরগির খামার থেকে ১৩টি ড্রামভর্তি দুই হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। আর বিধান সাহার গুদামে ১২টি ড্রামভর্তি আড়াই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

১১ মার্চ ২০২২, ০৫:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।