• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বুধবার থেকে ট্রেনে নেয়া হবে শতভাগ যাত্রী

বুধবার থেকে ট্রেনে নেয়া হবে শতভাগ যাত্রী

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) (বুধবার) থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে। নতুন এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। সোমবার (৭ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। চলমান এই বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

তিনি আরও জানান, আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হবে। তবে ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করা হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে পাওয়া যাবে। তবে আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফরম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

 

এবি/এসএন

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।