• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিসেম্বরের মধ্যে সবার জন্য বুস্টার ডোজ

ডিসেম্বরের মধ্যে সবার জন্য বুস্টার ডোজ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। বুস্টার ডোজের পাশাপাশি নিয়মিত টিকাও পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘বুস্টার ডোজ হিসেবে যে টিকা পাওয়া যাবে, সেটি নিতে হবে। টিকা নিয়ে কোনো আপত্তি থাকা উচিত নয়। কারণ, সব টিকাই পরীক্ষিত ও কার্যকরী।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। ঢাকা বিভাগে দেড় হাজারের মতো রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। টিকা নেয়ার কারণে মৃত্যুহার কমেছে। সংক্রমণও আশঙ্কাজনক হারে বাড়েনি।’

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। টিকাদান কার্যক্রম এখনও সফলভাবে চলছে।

 

এবি/এসএন

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।