• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পারসোনালাইজড ড্রাগ ডিজাইনের সহায়ক এলগোরিদম উদ্ভাবণ: বাংলাদেশি গবেষকের সাফল্য

পারসোনালাইজড ড্রাগ ডিজাইনের সহায়ক এলগোরিদম উদ্ভাবণ: বাংলাদেশি গবেষকের সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বাংলাদেশি গবেষক জাফর আহমেদের উদ্ভাবিত পার্সোনালাইজড ড্রাগ ডিজাইনের সহায়ক এলগোরিদমের পেটেন্ট প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাফর আহমেদের তৈরি করা এলগোরিদম ইন্টারন্যাশনাল পেটেন্টের স্বীকৃতি পেয়েছে। যা সবগুলো দেশে প্রকাশ করেছে ফিলিপ্স মেডিকেল রিসার্চ নর্থ আমেরিকা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে স্নাতক শেষ করে জাফর আহমেদ উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউ ইয়র্কের স্টোনি ব্রুক ইউনিয়ভার্সিটিতে তিনি পিএইচডি গবেষণা শুরু করেন। বর্তমানে তিনি স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করছেন।

সম্প্রতি তার উদ্ভাবিত পারসোনালাইজড ড্রাগ ডিজাইনের এলগোরিদমের পেটেন্ট প্রকাশ করে ফিলিপ্স মেডিকেল রিসার্চ। যুক্তরাষ্ট্রসহ ইউরোপ, এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন দেশে একযোগে এই পেটেন্ট প্রকাশিত হয়েছে।

পেটেন্ট প্রকাশের পর শনিবার (৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে বাংলাদেশি কৃতি এই তরুণ উদ্ভাবক লিখেন, ‘আমরা সাধারণত যেসব ওষুধ খাই, তা সবার জন্য একই ফর্মুলা দিয়ে তৈরি। কিন্তু আমরা জানি, একই মাপের জুতা যেমন সবার পায়ে লাগে না, তেমনি একই ফর্মুলার ওষুধ সবার শরীরে সমানভাবে কার্যকরী হবে না। কারণ আমাদের সবার শরীর ও ধরণ আলাদা।’

তিনি আরও লিখেছেন,‘জিনোম সিকোয়েন্স থেকে আমাদের স্বতন্ত্র বৈশিষ্টসমূহ বের করা সম্ভব। এটি করা গেলে শুধুমাত্র অসুস্থ ব্যক্তির জন্যই বিশেষ ওষুধ তৈরি করা সম্ভব হবে।’

জাফর আহমেদ লিখেছেন, 'আমার ডিজাইন করা এলগোরিদম দিয়ে সফলতার সাথে কিছু জেনেটিক ভেরিয়েশন ডিটেক্ট করা সম্ভব হয়েছিল। যা দিয়ে শিশুকালেই চিহ্নিত করা যাবে, প্রাপ্ত বয়স্ক হলে কারা লিভার ক্যান্সার বা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে।’

 

এবি/এসএন

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।