• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ঘন কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত

ঘন কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

মেঘ কেটে গেছে। বৃষ্টির সম্ভাবনাও নেই। মেঘলা ভাব কেটে যাওয়ার পর থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে শীতের দাপট বেড়েছে। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। যে কারণে আগামী কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়বিদ মো. শাহীনুল ইসলাম এসব কথা জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৫ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকলেও বুধবার থেকে ঠান্ডা পড়বে। বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমার পর কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে। ফেব্রুয়ারির শুরু থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে ফেব্রুয়ারি মাসে সকালে ও সন্ধ্যায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

এদিকে বুধবার (২৬ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশ কিছ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

এবি/এসএন

২৬ জানুয়ারি ২০২২, ০২:৩৮পিএম, ঢাকা-বাংলাদেশ।