• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

না ফেরার দেশে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম

না ফেরার দেশে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম

ছবি- ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি স্বনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশনে (এএমসি) কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে দৈনিক আমরাই বাংলাদেশ এর প্রকাশক আবেদ মনসুর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এএমসি এর স্বত্বাধিকারী। 

এক শোকবার্তায় তিনি বলেন-‘ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম কর্মঠ ও দায়িত্বপরায়ণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ ও আবেদ মনসুর কনস্ট্রাকশনের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই শোকাহত। আমি নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

 

এবি/এসএন

২৫ জানুয়ারি ২০২২, ০৬:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।