• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বজুড়ে কমেছে করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যু

বিশ্বজুড়ে কমেছে করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যু

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ওমিক্রনের তাণ্ডবে ভর করে করোনা মহামারি আবারও আশঙ্কাজনক পরিস্থিতির জানান দিচ্ছে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে নতুন রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। তবে আগের দিনের তুলনায় মঙ্গলবার বিশ্বে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। যা আগের যেকোনো দিনের চেয়ে কম।

ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এর পরেই রয়েছে যথাক্রমে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। হিসেব বলছে, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ২২ হাজার।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ১৩০০।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় দেড় লাখ।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৫৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৮ জন, পোল্যান্ডে ২ জন, কানাডায় ১৪৮ জন, আর্জেন্টিনায় ২৭৬ জন, গ্রিসে ১১৩ জন, হাঙ্গেরিতে ১২২ জন এবং ভিয়েতনামে ১৬৫ মারা গেছেন।

 

এবি/এসএন

২৫ জানুয়ারি ২০২২, ০৩:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।