• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মাস্ক ছাড়া বের হলেই জরিমানা, গর্ভবতীদের বিশেষ সুবিধা

মাস্ক ছাড়া বের হলেই জরিমানা, গর্ভবতীদের বিশেষ সুবিধা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক ছাড়া বাইরে বের হলেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক জনবল নিয়ে অফিস করার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাটছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিদের বাসা থেকে অফিস করার সুযোগ দেয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসগুলোতে অর্ধেক জনবল নিয়ে কাজ শুরু হয়েছে। এর আগেও এর চেয়ে কম জনবল নিয়ে অফিস পরিচালনা করা সম্ভব হয়েছে। তাই এতে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে ভার্চুয়ালি অফিস করা হবে।

এদিকে সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘অর্ধেক জনবলের বিষয়টি সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যেন চলে। করোনার যে সংক্রমণ তা ঊর্ধ্বগতি, কালকে প্রায় ৩১ শতাংশ সংক্রমণ ছিল।’

ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। যার কারণে অর্ধেক সংখ্যক নিয়ে যে অফিস করা এবং এরও কম সংখ্যক নিয়ে অফিস করার প্র্যাকটিস করেছি।’

তিনি বলেন, ‘যারা সাধারণত গর্ভবতী নারী, যারা একটু অসুস্থ, এরা ঘরে থেকে অফিস করবেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। বিশেষ করে জুম, ই-নথি, এসএমএস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা তাদের কাজগুলো চালিয়ে নেবেন।’

 

এবি/এসএন

২৪ জানুয়ারি ২০২২, ০৪:০৮পিএম, ঢাকা-বাংলাদেশ।