• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গোপসাগরে লঘুচাপ: হতে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে লঘুচাপ: হতে পারে বৃষ্টি

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমে গিয়ে দিনের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতে ও ভোরে মাঝারি থেকে ভারি কুয়াশার পড়তে পারে।

এদিকে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও খেপুপাড়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এবি/এসএন

২২ জানুয়ারি ২০২২, ০২:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।