• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

নিজস্ব প্রতিবেদক

সকল জল্পনা শেষে এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে হালের বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। ৭৪তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবেন ১২ নভেম্বর। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতটি প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

এহসানুল হক বাবু বলেন, চলতি বছরের জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত ও প্রসংশিত হয়েছে সিনেমাটি।

কানের পর আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকেও এই সিনেমাটি প্রতিনিধিত্ব করবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় আজমেরী হক বাধন অভিনীত ‘ রেহানা মরিয়ম নূর’।

সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে এই ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ আরও অনেকে। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ, গল্প ও অভিনয় প্রশংসিত হয়েছে।

জানা গেছে, পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমাটিতে প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

এ চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ৪৩তম বিসিএস পরীক্ষায় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা বিষয়ক প্রশ্ন হয়েছে। যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই সিনেমা নিয়ে।

এনিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমায় নামভূমিকায় অভিনয় করা অভিনেত্রী আজমেরী হক বাধন। তিনি বলেছেন, এটি অবশ্যই গৌরবের ও আনন্দের।

 

এবি/এসএন

৩০ অক্টোবর ২০২১, ০৩:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।