• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

প্রতিকী ছবি

সেন্ট্রাল ডেস্ক

টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা ৫০ এর নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৮৮০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩২৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৭ দশমিক ৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৬৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে ১৮ মার্র্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

 

এবি/এসএন

১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।