• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাশিয়ার আকাশে নিষিদ্ধ হলো ৯ দেশ

রাশিয়ার আকাশে নিষিদ্ধ হলো ৯ দেশ

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার জন্য আগেই আকাশ পথ নিষিদ্ধ করেছিল ইউরোপের দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া ও এস্তোনিয়া। এবার এই চারটি দেশের জন্য আকাশ পথ নিষিদ্ধ করল রাশিয়া।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়া এ নিষেধাজ্ঞা আরোপ করে।

রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, পূর্ব-ইউরোপের চার দেশ রাশিয়ার জন্য তাদের আকাশপথ বন্ধ করায় পাল্টা ব্যবস্থা নিয়েছে মস্কো। লাটভিয়া, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া ও এস্তোনিয়াকে রাশিয়ার আকাশে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে চেক রিপাবলিক, যুক্তরাজ্য, বুলগেরিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার জন্য নিজের আকাশপথ বন্ধ করে রাশিয়া।

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৭পিএম, ঢাকা-বাংলাদেশ।