• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনের পাশে পোলান্ড-ফ্রান্স, কিয়েভ দখলে মরিয়া রাশিয়া

ইউক্রেনের পাশে পোলান্ড-ফ্রান্স, কিয়েভ দখলে মরিয়া রাশিয়া

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় দিন চলছে। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে কিয়েভের চারদিক ঘিরে ফেলে রুশ সেনারা। ওই সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে।

এদিকে যুদ্ধের সর্বশেষ অবস্থা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা মাইহাইলো পোডোলিয়াক। তার বরাত দিয়ে বিবিসি বলছে, রুশ সেনারা কিয়েভে সর্বোচ্চ পরিমাণ অস্ত্র নিয়ে আসার চেষ্টা চালিয়েছেন। তবে কিয়েভের উপকণ্ঠের বর্তমান পরিস্থিতি তাদের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের টেলিভিশনে এক বার্তায় তিনি বলেন, শত্রুরা একাধিক জায়গায় আক্রমণ করেছে। তবে পুলিশ ও আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার রাতে কিয়েভে প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে নিজের মোবাইলে ভিডিওবার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা সবাই এখানে। আমাদের সামরিক বাহিনী এখানে, সমাজের নাগরিকরা এখানে। আমরা সবাই দেশ ও স্বাধীনতাকে রক্ষা করছি এবং এভাবেই লড়াই করব।

এদিকে রোমানিয়ায় ৫০০ সেনা পাঠিয়েছে ফ্রান্স। ন্যাটোজোটভুক্ত দেশ হওয়ায় রোমানিয়ার নিরাপত্তার স্বার্থে ফ্রান্স এ সেনা পাঠিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

পোলান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিওস ব্লাকজ্যাক এক টুইটবার্তায় বলেন, আমরা ইউক্রেনকে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে। আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।