• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কিয়েভ ছাড়ছে মানুষ : ইউক্রেনের সামরিক দপ্তরে হামলা

কিয়েভ ছাড়ছে মানুষ : ইউক্রেনের সামরিক দপ্তরে হামলা

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই হামলা শুরু হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত মানুষ কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছেন। দেশটিতে মার্শাল ল জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনোস্কি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ইউক্রেনে হামলার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছু সময়ের মধ্যেই রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে শুরু করে। কিয়েভের সামরিক সদর দপ্তরের পাশাপাশি হামলা হয়েছে দেশটির সামরিক বাহিনীর মিসাইল কমান্ড সেন্টারগুলোতেও।

হামলার মুখে রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজায় কর্তৃপক্ষ। পরে আতঙ্কে শহর ছেড়ে পালাতে শুরু করেন বহু মানুষ। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে মহাসড়কে পলায়নরত মানুষের গাড়ির স্রোত ও জট দেখা যায়।

রাশিয়ার পূর্ণমাত্রার এই আক্রমণের মুখে মানুষের মাঝে ছড়িয়ে পড়া আতঙ্ক ফুঁটে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। অনেকেই সেখানে জানিয়েছেন, নিরাপত্তার খোঁজে তারা নিরাপদ আশ্রয়ে, এমনকি বাড়ির বেজমেন্টেও অবস্থান নিয়েছেন।

এদিকে ইউক্রেনে হামলার তথ্য নিশ্চিতের পাশাপাশি রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের সামরিক অবকাঠামো ও স্থাপনাগুলোকেই লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। জনসাধারণ ও বেসামরিক স্থাপনা রাশিয়ার লক্ষ্যবস্তু নয়।

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।