• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম ফুটবল বিশ্বকাপজয়ী দল

প্রথম ফুটবল বিশ্বকাপজয়ী দল

ছবি- প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়ে ফুটবল দলের সদস্যরা।

ফিচার ডেস্ক

জনপ্রিয় খেলা ফুটবল। ১৯৩০ ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। উরুগুয়েতে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। ওই বছর স্বাধীনতার শতবর্ষে পা দিয়েছিল উরুগুয়ে। আর ওই বছরই প্রথম বিশ্বকাপ ফুটবলে দারুণভাবে সফল হয় উরুগুয়ে।

প্রথম বিশ্বকাপ ফুটবলে ১৩টি দল অংশ নেয়। এর মধ্যে আমেরিকা অঞ্চলের ৯টি ও ইউরোপের ৪টি দল ছিল প্রতিযোগিতায়। সেসময় ভ্রমণের খরচ ও সময় বিবেচনায় নিয়ে ইউরোপের অন্যান্য দল বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে। ওই ম্যাচে ৪-১ গোলে ফ্রান্স জয়ী হয়। পরের ম্যাচে যুক্তরাষ্ট্র বেলজিয়ামকে ৩-০ গোলে পরাজিত করে। প্রথম বিশ্বকাপের প্রথম গোল করেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ত। ১৯৩০ এর সেই বিশ্বকাপের ফাইনালে উঠে যায় প্রতিযোগিতার ফেবারিট দুটি দল উরুগুয়ে ও আর্জেন্টিনা।

ফাইনাল ম্যাচ উপভোগ করেন ৯৩ হাজার দর্শক। ওই খেলায় আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করে উরুগুয়ে।

জেনে রাখা ভালো-

◊ ১৯০৪ সালে ফিফা প্রতিষ্ঠিত হয়।
◊ সুইজার‌্যান্ডে ১৯০৬ সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ফিফা।
◊ ১৯১৪ সালে ফিফা অলিম্পিক প্রতিযোগিতায় ফুটবলকে ‘অপেশাদার বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ’ হিসেবে স্বীকৃতি দেয়।
◊ ১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
◊ ১৯২৮ সালের ২৬ মে আমস্টার্ডাম সভায় তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে অলিম্পিক থেকে আলাদা স্বতন্ত্র প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন।
◊ ইতালি, সুইডেন, নেদারল্যান্ডস, স্পেন ও উরুগুয়ে প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে। উরুগুয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব লাভ করে।
◊ ফলশ্রুতিতে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন শুরু হয়।

০৪ জুন ২০২২, ০১:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।