নদীমাতৃক বাংলাদেশ প্রতিবছরই বন্যা কবলিত হয়। অসংখ্য নদ-নদী, খাল, বিল, হাওর ও নিচু এলাকার লাখ লাখ মানুষ বন্যার কড়ালগ্রাসে বিপর্যস্থ। সম্প্রতি পাড়াড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার পানিতে ডুবে গেছে সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনাসহ দেশের উত্তর-উত্তরপূর্ব অঞ্চল। পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট। প্রতি বছর বন্যায় ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গবাদিপশু ও মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে থাকে।