• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

যেখানে গড়ে উঠেছিল বিশ্বের প্রথম রেলপথ

যেখানে গড়ে উঠেছিল বিশ্বের প্রথম রেলপথ

ছবি- সংগৃহিত

ফিচার ডেস্ক

১৮২৫ সাল। যুক্তরাজ্যের স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত চালু করা হয় বিশ্বের প্রথম রেলপথ। উনিশ শতকের শুরু থেকেই বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক বিপ্লব সাধিত হয়। সেই বিপ্লবের অংশ হিসেবেই ইংল্যান্ডে কোনো এক সকালে উদ্বোধন করা হয় বিশ্বের প্রথম রেলওয়ে।

জর্জ স্টিফেনসনের যুগান্তকারী উদ্যোগের ফসল হিসেবে ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর স্টকটন-ডার্লিংটন রুটে প্রথম ট্রেন ছেড়ে যায়। রেলওয়ে লাইনের দৈর্ঘ্য ছিল ২৬ কিলোমিটার।

এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের মোহাওয়াক থেকে হাডসন পর্যন্ত রেলওয়ে উদ্বোধন করা হয় ১৮৩৩ সালে। পর্যায়ক্রমে জার্মানির নুরেমবার্গ-ফুর্থ রুটে ১৮৩৫ সালে রেলওয়ে চালু হয়। এ ছাড়া ১৮৩৯ সালে ইতালিতে, ১৮৪৪ সালে ফ্রান্সে, ১৮৪৮ সালে স্পেনে এবং ১৮৫৬ সালে সুইডেনে রেলপথ উদ্বোধন বা রেল যোগাযোগ চালু করা হয়। তবে বর্তমানে পৃথিবীর বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবিরিয়ান রেলপথ।

২৪ মে ২০২২, ০৮:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।