• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

“অনুকরণ করে কোনো মানুষ কখনো বড় হতে পারে না”

“অনুকরণ করে কোনো মানুষ কখনো বড় হতে পারে না”

উক্তি ডেস্ক

স্বতন্ত্র ধারণা ও বিশেষ সৃষ্টির জন্য প্রয়োজন চিন্তার বৈচিত্র। স্বাধীন ও নিজস্ব ভাবনাশক্তি যার যত বেশি, তিনি ততবেশি সফল স্রষ্ঠা। কোনো কিছু সৃষ্টি করতে, নতুন কিছু উদ্ভাবনে এবং ভিন্ন ধারা আবিষ্কারের জন্য নিজের মতো করে স্বপ্ন দেখতে হবে।

অন্যের দেখানো পথ ও অন্যের শেখানো মত কখনো কাউকে সফলতা দিতে পারে না। কোনো বিষয়ে সফল হতে হলে অবশ্যই সৃজনশীল হতে হবে। অন্যকে অনুকরণ করে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু নতুন কিছু সৃষ্টি করা যায় না।

বিখ্যাত ইংরেজ লেখক ও গবেষক স্যামুয়েল জনসন তেমনটিই বলেছেন। তিনি বলেছেন-“অনুকরণ করে কোনো মানুষ কখনো বড় হতে পারে না।”

ডক্টর জনসন নামে খ্যাত এই বিখ্যাত ব্যক্তির উক্তিটি আজও বিশ্বজুড়ে সমাদৃত। ১৭০৯ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন স্যামুয়েল। তিনি মারা যান ১৭৮৪ সালের ১৩ ডিসেম্বর। ইংরেজি সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন স্যামুয়েল জনসন।

১০ মার্চ ২০২২, ০৯:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।