• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

“পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হইয়া উঠে”

“পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হইয়া উঠে”

উক্তি ডেস্ক

প্রাণীকুলের এক সহজাত বৈশিষ্ট হলো কর্তৃত্ব বিস্তার করা। অবশ্য পৃথিবীতে টিকে থাকতে হলে মাঝে মাঝে কর্তৃত্ব বা শক্তির স্থিতি দরকারও। সবল সবসময় দুর্বলেরে দমিয়ে রাখা যেন কর্তৃত্বের বহিঃপ্রকাশ। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে।

সৃষ্টির কোনো একটি আরেকটির চেয়ে দুর্বল, এটিই হয়তো সৃষ্টির সৌন্দর্য্য। মানবিক ও স্নেহের শাসন ক্ষণস্থায়ী হলেও তার ফল সুদূরপ্রসারী। মানুষ সবলের সামনে সবল হয়ে টিকতে চায় না। দুর্বলের প্রতি সবলের ক্ষমতা দেখানোর সাদাসিধে প্রচলন চিরচেনা।

দুর্বলকে আরও দুর্বল করার স্বাদ হয়তো অন্যরকম। কারণ, সবলকে ইট মারলে পাটকেলটি খেতে হয়। কিন্তু দুর্বলকে আঘাত করলে তা ফেরত আসে না। আবার সবলকে যদি দুর্বল করে ফেলা যায়, তাহলে তো আঘাতের মাত্রা কমে না, বরং বেড়েই যায়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন- “পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হইয়া উঠে”।

নোবেলজয়ী বিখ্যাত এই পুরোধা ব্যক্তি অবলীলায় কি চরম নির্মম সত্যটাই না বলে গেছেন! তাঁর এই মহান উক্তি যুগে যুগে যেন সমসাময়িক।

০৮ মার্চ ২০২২, ০৮:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।