• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন’

‘অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন’

উক্তি ডেস্ক

প্রচলিত পন্থা ও প্রবাহমান ধারার বিপরীতে চলার ফলাফল চমকপ্রদ হয়। বিশ্বের যা কিছু অবিস্মরণীয়, তার সবটাই প্রায় নতুন উদ্ভাবণ। কীর্তিমানরা যা গড়ে গেছেন তা স্বতন্ত্র ও নতুন বটে। নতুন কিছু সৃষ্টির তৃপ্তি ও অনুভূতি অবর্ণনীয় হয়।

তাই, নিজের মধ্যে থাকা প্রতিভার বিকাশে স্বতন্ত্র পথে চলাই শ্রেয়। নিজের মধ্যে লুকিয়ে থাকা অজানা গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটানোর জন্য প্রয়োজন নিজের পথে, নিজের বিশ্বাস নিজের মতো করে চলা। অন্যের দেখানো পথে চলে, অন্যকে অনুকরণ করে চলা যায় ঠিকই, কিন্তু দিনশেষে সফলতার বৈচিত্র থাকে না।

তাই হয়তো বিখ্যাত মার্কিন মোটিভেশনাল লেখক, গবেষক, চিন্তক ও অসংখ্য গ্রন্থপ্রণেতা ডেল কার্নেগি বলে গেছেন- ‘অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন’

এক নজরে ডেল কার্নেগি:

ডেল কার্নেগি ১৮৮৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিভিলের মিজুরিতে জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবারে জন্ম নেয়া কার্নেগির প্রথম বিবাহবিচ্ছেদ হয় ১৯৩১ সালে। পরে ১৯৪৪ সালের ৫ নভেম্বর তিনি আবারও বিয়ে করেন। তার দুটি সন্তান ছিল। ১৯৫৫ সালে নিউইয়র্কের কুইন্সের ফরেস্ট হিলসে নিজ বাড়িতে হকিংস রোগে আক্রান্ত হয়ে মারা যান এই বিখ্যাত লেখক।

০৫ মার্চ ২০২২, ০৮:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।