• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘হাসি অনেক কিছুর উত্তর দিতে পারে, যে যখন যেমনটা ইচ্ছে বুঝে নেয়।’

‘হাসি অনেক কিছুর উত্তর দিতে পারে, যে যখন যেমনটা ইচ্ছে বুঝে নেয়।’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

হাসি। মানুষের অন্তরের বহিঃপ্রকাশে হাসিই সেরা বটে। ভেতরের বেদনা লুকানো হাসি, আর প্রাণোবন্ত হাসির পার্থক্য কাউকে ধরিয়ে দেয়া লাগে না, এটা হাসি দেখেই বুঝা যায়। মাদার তেরেসাও বলে গেছেন, ‘শান্তির শুরু হয় হাসি থেকে’।

তবে বরেণ্য সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, ‘হাসি অনেক কিছুর উত্তর দিতে পারে, যে যখন যেমনটা ইচ্ছে বুঝে নেয়।’

প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। কালজয়ী কাহিনীকার সমরেশ উপন্যাস রচনার পাশাপাশি বিভিন্ন উক্তি করে গেছেন। এসব উক্তি সমাজ ও ব্যক্তিজীবনের চরম বাস্তবতার চিত্রই ফুঁটিয়ে তুলেছে যুগে যুগে।

তবে হাসি নিয়ে সমরেশ মজুমদার আরও বলেছেন-‘নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।’

০৩ মার্চ ২০২২, ০২:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।