• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘শিক্ষার শিকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি’

‘শিক্ষার শিকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি’

উক্তি ডেস্ক

এরিস্টটল, বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়। এছাড়া প্লেটোর সাথে যৌথভাবে তাঁকে ‘পশ্চিমা দর্শনের জনক’ বলে অভিহিত করা হয়।

খ্রিষ্টপূর্ব ৩৮৪ অব্দের ৭ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। মারা যান খ্রিষ্টপূর্ব ৩২২ অব্দে। এরিস্টটল সক্রেটিস ও প্লেটোর দর্শনসহ তাঁর পূর্বের সময়ের বিদ্যমান বিভিন্ন দর্শনের জটিল ও সদৃশ সমন্বয় করে দেখান।

এরিস্টটলের লেখনীতে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, নন্দনতত্ত্ব, কবিতা, মঞ্চনাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা রয়েছে।

যেগুলো নিয়ে পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা গঠিত। তিনি অসংখ্য গ্রন্থ প্রনয়ন করেছেন। দিয়েছেন নানা কালজয়ী উক্তি। তাঁর বিখ্যাত উক্তি-

‘শিক্ষার শিকড়ের স্বাদ তেতো হলেও
এর ফল মিষ্টি’

 

এবি/এসএন

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০এএম, ঢাকা-বাংলাদেশ।