• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘ছোট ছোট দুশ্চিন্তা যা দুই আঙুলে পিষে ফেলতে পারি তার কাছে আমরা হেরে যাই’

‘ছোট ছোট দুশ্চিন্তা যা দুই আঙুলে পিষে ফেলতে পারি তার কাছে আমরা হেরে যাই’

উক্তি ডেস্ক

বিখ্যাত মার্কিন লেখক ডেল কার্নেগি। তার লেখা বই পড়ে অসংখ্য মানুষ পেয়েছেন পথচলার শক্তি। নতুন উদ্যোম ও সাহস। লেখকের পুরো নাম ডেল ব্রেকেনরিজ কার্নেগি।

তিনি ১৮৮৮ সালের ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। বরেণ্য এই লেখক মারা যান ১৯৫৫ সালে। লেখালেখি ছাড়াও তিনি ছিলেন খ্যাতিমান অধ্যাপক।

ডেল কার্নেগি আন্ত-উন্নয়ন, সেলসম্যানশিপ, করপোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং ও আন্তঃব্যক্তিক দক্ষতা নিয়ে কাজ করেছেন। এসব বিষয়ের ওপর তিনি লিখেছেন অসংখ্য বই। যা এখনো বিশ্বব্যাপী জনপ্রিয়।

তার বইয়ের বিশেষত্ব এই যে নিজের প্রতিক্রিয়ার ভিন্নতার মধ্য দিয়ে অন্যের ব্যবহারের পরিবর্তন আনা সম্ভব। তার বিখ্যাত উক্তি-

‘ছোট ছোট দুশ্চিন্তা
যা দুই আঙুলে পিষে ফেলতে পারি
তার কাছে আমরা হেরে যায়’

 

এবি/এসএন

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭এএম, ঢাকা-বাংলাদেশ।