• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

‘যে শুধু দৈবের আশায় থাকে, সে অনাহারে মরে যায়’

‘যে শুধু দৈবের আশায় থাকে, সে অনাহারে মরে যায়’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনি কি অর্জন করবেন, কতটুকু অর্জন করবেন, তা আপনার কর্মের ওপর নির্ভর করে। তবে ভাগ্য বা দৈবের লিখনের ওপরও আমাদের বিশ্বাস থাকতে হবে। কারণ একই রকম পরিশ্রম করেও ভাগ্যের গুণে একেকজনের জীবনধারা একেক রকম হয়। কেউ ব্যর্থ হয়, কেউ পায় সফলতা।

তবে সফলতা পেতে হলে শুধু ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। পরিশ্রম করতে হবে, কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিখ্যাত মার্কিন রাজনীতিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন-‘যে শুধু দৈবের আশায় থাকে, সে অনাহারে মরে যায়’।

বিখ্যাত এই সমাজ সংস্কারকের ভাষায়, জীবনে সফলতা পেতে হলে ভাগ্য বিশ্বাসের সঙ্গে কর্মের যোগসাজশ জরুরি। যেকোনো একটির ওপর ভর করে কেউ পরিপূর্ণ সফল হতে পারে না। ভাগ্য যেমন সহায়ক হলে মানুষ সফল হয়, তেমনি পরিশ্রমও মানুষকে সফলতা দেয়।

কাজেই শুধু মাত্র দৈবের লিখন বা ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকলে কেউ সফল হবে না। অলস ও উদাসীন মানুষ শুধুমাত্র দৈব বা ভাগ্যের লিখনের ওপর সবকিছু ছেড়ে দিয়ে কর্মবিমূখ হয়ে বসে থাকে। এর ফলে তারা সংকটে পড়ে যায়। জীবনে নেমে আসে ঘোর অমানিশা। এক সময় এ ধরণের মানুষই ভাগ্য বা দৈবকে গালি দেয়।

০৯ জুন ২০২২, ১১:৫৫এএম, ঢাকা-বাংলাদেশ।