• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘সুখের সময় নয়, দুঃখের সময় প্রকৃত বন্ধু ভালোবাসা প্রদর্শন করে’

‘সুখের সময় নয়, দুঃখের সময় প্রকৃত বন্ধু ভালোবাসা প্রদর্শন করে’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

“বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও, ভুলো না ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও”- কালজয়ী এই বাংলা গানের সঙ্গে শিরোনামের মিল খুঁজে পাবেন। তবে শিরোনামের আরও ভেতরের বার্তা হলো, আপনার সুসময়ে প্রকৃত বন্ধু চিনতে পারবেন না। কারণ সুসময়ে বন্ধুর অভাব থাকে না। কিন্তু আপনি যখন দুঃখের সময়ে পতিত হবেন, তখন অনেকে বন্ধুই আপনাকে ছেড়ে চলে যাবে।

বিখ্যাত গ্রিক কবি ও দার্শনিক ইউরিপিডিস যেমনটি বলেছেন- ‘সুখের সময় নয়, দুঃখের সময় প্রকৃত বন্ধু ভালোবাসা প্রদর্শন করে’।

কিংবদন্তী এই দার্শনিকের ভাষায়, প্রকৃত বন্ধু চিনতে হলে দুঃসময়ের জন্য অপেক্ষা করতে হবে। সুসময়ে প্রকৃত বন্ধু চেনা যায় না। সুসময় যতখন, চারিদিকে বন্ধু-সখা ততক্ষন। আপনার সুখের সময় আপনার চারপাশে শুভাকাঙ্খির অভাব হবে না। কিন্তু আপনি যখন বিপদে পতিত হবেন কিংবা আপনার জীবনে যখন দুঃখের সময় আসবে তখন বন্ধুর সংখ্যা কমে যাবে। এই কম সংখ্যক প্রকৃত বন্ধুই বন্ধুর বিপদে ভালোবাসা দেয়। বন্ধু বিপদে পড়লে কম সংখ্যক বন্ধুই পাশে দাঁড়ায়।

দুঃখের সময় সামনে এলে পাশে থাকা মানুষের সংখ্যা নেহাত কম। এই কম সংখ্যক মানুষই একজন বিপদগ্রস্থ মানুষের প্রকৃত বন্ধু। বিখ্যাত গ্রিক দার্শনিক ও কবি ইউরিপিডিসও তেমনই বলেছেন।

০৫ জুন ২০২২, ১২:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।