• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘সর্বোচ্চ বোধগম্য শব্দে সর্বোচ্চ হৃদয়গ্রাহী শিল্পকর্মই হলো মহান সাহিত্য’

‘সর্বোচ্চ বোধগম্য শব্দে সর্বোচ্চ হৃদয়গ্রাহী শিল্পকর্মই হলো মহান সাহিত্য’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

সাহিত্য এক শাশ্বত শিল্পকর্ম। লেখকের মনের গহীনে অনুভূত হওয়া আবেগের করণিক প্রকাশই মূলত সাহিত্য। যুগে যুগে বিভিন্ন ভাষায় সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে। অনেক সাহিত্যিক নিজ ভাষা পরিত্যাগ করে ভিন্ন ভাষায় সাহিত্য সৃজনের মাধ্যমে খ্যাতি অর্জনের চেষ্টা করেছেন। তাদের কেউ ব্যর্থ হয়েছেন, কেউ পেয়েছেন গৌরবের দেখা।

তবে মনীষীদের ভাষ্যমতে, সাহিত্যের ভাষা হওয়া উচিত সাবলীল ও সবার কাছে বোধগম্য। সাধারণ ও প্রচলিত সহজ শব্দে রচিত সাহিত্যের ব্যাপ্তি বেশি। সহজেই বোঝা যায়, এমন ভাষায় রচিত সাহিত্যের জনপ্রিয়তাও অধিক। মানুষ চায় সাহিত্যের ভাষা তার নিজের ভাষায় হোক।

বিশ্ববিখ্যাত মহাকাব্য দি ক্যান্টোসের লেখক প্রবাসী মার্কিন কবি এজরা পাউন্ড বলেছেন-‘সর্বোচ্চ বোধগম্য শব্দে সর্বোচ্চ হৃদয়গ্রাহী শিল্পকর্মই হলো মহান সাহিত্য’।

ইতালি বংশোদ্ভূত কিংবদন্তী এই সাহিত্যিকের ভাষ্যমতে, সাহিত্যের ভাষা এমন হওয়া উচিত যে, সাহিত্যের ভাষা মানুষের হৃদয়ের কথা বলবে। মানুষের হৃদয়ে দোলা দেবে এমন ভাষায় সাহিত্য রচিত হলে তা অবশ্যই মহান সাহিত্যের মর্যাদা পাবে।

বিশ্বের যেসব সাহিত্যকর্ম মহান সাহিত্যের মর্যাদা পেয়েছে বা পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে, সেসব সাহিত্যের সবগুলো সাহিত্যিকই তাদের নিজ মাতৃভাষায় খ্যাতি পেয়েছেন।

০৫ জুন ২০২২, ১১:৪৭এএম, ঢাকা-বাংলাদেশ।