• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘কাউকে সারা জীবন কাছে পেতে চাইলে প্রেম নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো’

‘কাউকে সারা জীবন কাছে পেতে চাইলে প্রেম নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়র অসংখ্য উক্তি করে গেছেন। কালজয়ী এসব ডায়ালগ যুগে যুগে মানুষের মুখে মুখে বেঁচে রয়েছে। এই যেমন শেকসপিয়ার বলেছেন-‘কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো’।

কবির ভাষায়- সারা জীবনের জন্য প্রিয় মানুষকে কাছে পেতে চায় সবাই। প্রিয় মানুষকে কাছে পেতে মানুষ প্রেম করে। প্রেমের টানে মানুষ মোহগ্রস্থ হয়ে পড়ে। জীবনের কোনো একটি সময় এই মোহ রূপ বদলায়। তখনই সম্পর্কের রূপ বদলে যায়। সম্পর্কের এই বদলে যাওয়া রূপ কখনো ভালো হয়, আবার কখনো খারাপ হয়।

কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা কাউকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে রাখলে সেই সম্পর্কের স্থায়ীত্ব বেশি। উইলিয়াম শেকসপিয়ারের উক্তির ভাষায়- প্রেম একটি আবেগের প্রকাশ। কিন্তু বন্ধুত্ব একটি প্রতিশ্রুতি, বন্ধুত্ব মানে দায়িত্বশীল সম্পর্কের ভিত্তি।

আর ঠিক এ কারণেই তিনি বলে গেছেন, ‘কাউকে আজীবন কাছে পেতে চাও? প্রেম নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো’। দাম্পত্যজীবনেও স্বামী-স্ত্রী যদি একে অন্যের বন্ধু হতে পারে, তাহলে সেই সম্পর্কের ভিত্তি অত্যন্ত মজবুত হয়।

০৪ জুন ২০২২, ১২:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।