• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না’

‘যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

ভুল করলেই কোনো মানুষ ভুল হয়ে যায় না। মানুষ সবসময়ই মানুষ। মানুষের অন্যতম সহজাত একটি অভ্যাস ‘ভুল করা’। মনীষীরা বলেন, ভুল করা অন্যায় নয়। মানুষ ভুল করবেই, মহামানবদের ভুল নেই। কিন্তু সব মানুষ তো আর মহামানব নয়।

বিখ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ ও দার্শনিক জন ফিলিপস বলেছেন- ‘যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না।’

বিখ্যাত দার্শনিকদের ভাষায়, প্রকৃত মানুষ ভুল করবেই। জীবনে চলার পথে মানুষ কোনো না কোনো সময় ভুল করেই বসে। কিন্তু যারা মহামানব, হয়তো তাদের জীবনে তেমন ভুল নেই। তবে যারা মানুষ এবং প্রকৃতই মানুষ, তাদের ভুল হবেই। এটাই বরং সাভাবিক।

ভুল করে সেই ভুল স্বীকার করা জ্ঞানী লোকের কাজ। আর ভুল করেও একই ভুল বারবার করা এবং নিজের ভুলের ওপর স্থির থাকা মূর্খের চরিত্র। দার্শনিক জন ফিলিপসের ভাষ্য, যে মানুষ ভুল করে না, সে বাস্তবে কিছুই করে না। মানুষ যত বেশি কাজ করবে, সেই কাজে ততবেশি ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। প্রত্যেক কাজেই কিছু না কিছু ভুল থাকেই।

কিন্তু যে মানুষ কোনো কাজ করে না, তার কোনো ভুল হওয়ার সুযোগ নেই। আর এই শ্রেণির মানুষকে স্যার জন ফিলিপস মানুষই মনে করেন না। উপরন্তু এই শ্রেণির মানুষকে তিনি কর্মবিমূখ হিসেবে আখ্যা দিয়েছেন।

০৪ জুন ২০২২, ১১:২১এএম, ঢাকা-বাংলাদেশ।