• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘ভুল করা সমস্যা নয়, কারণ যে ভুল করে না সে মানুষ নয়’

‘ভুল করা সমস্যা নয়, কারণ যে ভুল করে না সে মানুষ নয়’

উক্তি ডেস্ক

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) বলেছেন-‘যিনি ভুল করেন তিনি মানুষ, আর যিনি ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকে, তিনি শয়তান’। প্রকৃতপক্ষে ভুল করা মানুষের সহজাত ব্যাপার। মানুষ ভুল করবেই। ভুল করলে তা দোষের নয়, বরং ভুল করার পরও নিজের ভুল বুঝতে না পারাই দোষের।

পারস্যের কবি খ্যাত কিংবদন্তী ফারসি ভাষার সাহিত্যিক শেখ সাদি বলেছেন- ‘ভুল করা কোনো সমস্যা নয়, কারণ যে ভুল করে না, সে মানুষ নয়’। আধ্যাত্মিক কবি শেখ সাদির সাহিত্যকর্ম ও উক্তিগুলোর পেছনে সবসময় ধর্মীয় বাণীগুলোর একটা ছায়া থাকে।

উপরোক্ত উক্তিতেও সেটা পরিলক্ষিত হয়েছে। তিনি এই উক্তির মাধ্যমে বুঝাতে চেয়েছেন, মানুষ ভুল করবে এটাই বরং সাভাবিক। কিন্তু যেই মানুষ ভুল করে না, তিনি সাধারণ কোনো মানুষ নন। কারণ মানুষ মাত্রই ভুল করে।

মানুষের ভুল হতেই পারে। কোনো মানুষের ভুল না হওয়াটাই বরং আশ্চর্যের। কাজেই কেউ কোনো কাজে ভুল করলে তাকে তিরস্কার করা উচিত নয়। বরং কৃত ভুলের জন্য প্রত্যেকের উচিত উপলব্ধি করা। নিজের ভুল স্বীকার করে নেয়া মহত্বের লক্ষণ। ভুল স্বীকার করে নিলে কেউ ছোট হয়ে যায় না। ভুল মানুষের জন্যই, মানুষ ভুল করবেই। এটাই বরং সাভাবিক মানবিক আচার।

০২ জুন ২০২২, ১২:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।