• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘যাকে ভালোবাসা বলে, সেটা যে শুদ্ধ একটা স্নায়ুর ব্যামো’

‘যাকে ভালোবাসা বলে, সেটা যে শুদ্ধ একটা স্নায়ুর ব্যামো’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

ভালোবাসা এক শাশ্বত গুণ। এটাকে গুণ বলার কারণ, সবাই ভালোবাসতে জানে না। সবাই ভালোবাসার আবহে নিজেকে রাঙাতে জানে না। আপেক্ষিক এই মানবিক গুণাবলী সৃষ্টিজগতের সেরা গুণ। ভালোবাসা মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণও নিয়ন্ত্রণ করে। এটি সম্ভবত স্নায়ুবিক আচারের বহিঃপ্রকাশ।

নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন-‘যাকে ভালোবাসা বলে, সেটা যে শুদ্ধ একটা স্নায়ুর ব্যামো’। এই উক্তির মাধ্যমে কবিগুরু বুঝাতে চেয়েছেন, পবিত্র ও পরিশুদ্ধ মস্তিষ্কের পবিত্র ধারণার মাধ্যমেই ভালোবাসা প্রকাশ পায়। ভালোবাসাকে এ কারণেই তিনি স্নায়ুর শুদ্ধ একটি ব্যামো বা রোগ হিসেবে আখ্যা দিয়েছেন।

ভালোবাসা আদতে খেয়ালহীন। ভালোবাসা হৃদয় নিংড়ানো একটি আপেক্ষিকতা, যা মূলত আমাদের স্নায়ু বা মনের দ্বারা নিয়ন্ত্রিত। ভালোবাসাহীন মানুষ বাঁচতে পারে না। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কেউ একা একা চলতে পারে না। পৃথিবীর সবচেয়ে কঠোর হৃদয়ের মানুষটিও দিনশেষে নিজেকে ভালোবাসলেও বাসতে চায়।

০২ জুন ২০২২, ১১:২০এএম, ঢাকা-বাংলাদেশ।