• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ’

‘মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

সমাজ, সংসার কিংবা ব্যক্তিজীবনে ভরসা, বিশ্বাস এবং আস্থার গুরুত্ব অনেক। সংশয়বাদী মানুষের মনে অবিশ্বাসের রোগ দানা বাধে। অবিশ্বাস এমন একটি মানসিক দৈনতা, যা মনকে বিষীয়ে তোলে। ক্রমেই মানুষ সন্দেহপ্রবণ হয়ে ওঠে। আপনি যখন কোনো বিষয়ে সংশয়ে ডুবে যাবেন, তখনই সেই বিষয়ে আপনার অবিশ্বাসের মাত্রা বাড়তে থাকবে। যা কিনা সন্দেহের বহিঃপ্রকাশ হিসেবে প্রকাশিত হয়।

বিখ্যাত বাঙালি সাহিত্যিক, লেখক, সমাজ সংস্কারক ও সমাজবাদী দার্শনিক সমরেশ বসু বলেছেন-‘মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ’।

‘কালকূট’ ও ‘ভ্রমর’ ছদ্মনামের খ্যাতিমান এই বাঙালি সাহিত্যিকের ভাষায়, মানুষ তখনই পিছিয়ে পড়ে যখন সে সকল বিষয়ে সংশয়ে পড়ে। যারা অবিশ্বাসী ও সহজে কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করতে পারেনা, এরা জটিল মানসিকতা সম্পন্ন।

মানুষ যখন সংশয় ও অবিশ্বাসের জালে নিজেকে সোপর্দ করে, তখন মানুষের মাঝে সন্দেহপ্রবণতা বাড়তে থাকে। এগুলোই মানুষকে সমাজ থেকে, বন্ধুত্বের বন্ধন থেকে বিচ্ছিন্ন করে দেয়। সন্দেহ এক ধরণের রোগ, এটি মনের পবিত্রতা নষ্ট করে দেয়।

০১ জুন ২০২২, ১১:২৩এএম, ঢাকা-বাংলাদেশ।