• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘অবিচারের চূড়ান্ত পরিণতিই হলো স্বাধীনতা’

‘অবিচারের চূড়ান্ত পরিণতিই হলো স্বাধীনতা’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

সমাজে যখন অন্যায় অবিচার ছড়িয়ে পড়ে। তখন তা রাষ্ট্রেও প্রভাব ফেলে। রাষ্ট্রীয় শাসনে অবিচার ও দুঃশাসন নতুন কিছু নয়। যুগে যুগে বহু দেশে অবিচার ও দুঃশাসনের করুণ পরিণতি হয়েছে। মানুষ যখন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, মানুষ যখন অন্যায় অবিচারের নিষ্পেষিত হতে থাকে, তখনই একটি সমাজ বা ভূখন্ডে বিপ্লব সংঘটিত হয়। আর এই বিপ্লবের নামই স্বাধীনতা।

বিখ্যাত ফরাসি লেখক, দার্শনিক ও সমাজ সংস্কারক ভলতেয়ার বলেছেন-‘অবিচারের চূড়ান্ত পরিণতিই হলো স্বাধীনতা’। ফরাসি বিপ্লবের অন্যতম সংগঠক ভলতেয়ারের এই উক্তিটি ‘ফরাসি বিপ্লব’ চলাকালীন প্রকাশ হয়।

ভলতেয়ারের ভাষায়, শাসক যদি নাগরিকের অধিকার ক্ষুন্ন করে, সমাজে যখন জুলুম সাভাবিক হয়ে উঠে, মানুুষ যখন অবিচারের জাতাকলে পিষ্ট হতে থাকে, তখনই গণবিস্ফোরণ হয়। আর এই গণবিস্ফোরণ একটি জাতিকে স্বাধীনতার পথে ধাবিত করে।

ভলতেয়ারের কথায় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও ১৯৭১ পূর্ববর্তী ঘটনাপ্রবাহের অবিচ্ছেদ্য মিল রয়েছে। স্বাধীনতা অর্জনে আগে বাংলাদেশের মানুষও তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা শোষিত হয়েছে, অবিচারের শিকার হয়েছে।

৩১ মে ২০২২, ১২:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।