• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘কারও অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ’

‘কারও অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

মানবিক গুণাবলীর পাশাপাশি মানুষের রয়েছে অভ্যাসগত নানা দোষ। এর মধ্যে অন্যতম অন্যের বিষয়ে নাকগলানো বা ছিদ্রান্বেষণ করা। কিন্তু অন্যের ব্যাপারে ছিদ্রান্বেষণ কিংবা কারও অতীত নিয়ে অনুসন্ধান করা কখনোই ভালো কাজ নয়। মানুষের অতীত মলিন হতেই পারে, কিন্তু সেই মলিন অতীতকে সামনে এনে বর্তমানকে নষ্ট করার কোনো মানেই হয় না।

বিশ্ববিখ্যাত গবেষক ও মার্কিন উদ্ভাবক টমাস আলভা এডিসন বলেছেন-‘কারও অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ’।

বিখ্যাত এই গবেষকের কথায় প্রকাশ পেয়েছে, মানুষের অতীত রঙহীন কিংবা ব্যর্থ হতে পারে। কিন্তু কারো অতীতের ব্যর্থতাকে সামনে টেনে আনা উচিত নয়। বরং মানুষের বর্তমানকে প্রাধান্য দেয়া জরুরি। এতে মানুষ এগিয়ে যাবে।

অতীত আমাদের পিছনের দিকে টানে। মানুষের স্বভাব হলো অতীতের ব্যর্থতা, অপ্রাপ্তি ও অসঙ্গতি সামনে টেনে এনে বর্তমানকে নষ্ট করা। কিন্তু টমাস আলভা এডিসন মনে করেন, অতীতের বিবর্ণ আভা যদি বর্তমানকে আধারে ঢেকে দেয়, তাহলে সেই অতীত না জানাই ভালো। অন্যের অতীত জানা জরুরি কিছু নয়।

৩১ মে ২০২২, ১১:০৫এএম, ঢাকা-বাংলাদেশ।