• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘যৌবন প্রকৃতির দান আর বার্ধক্য প্রকৃতির শিল্পকর্ম’

‘যৌবন প্রকৃতির দান আর বার্ধক্য প্রকৃতির শিল্পকর্ম’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

যৌবনের গান প্রবন্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে বলেছিলেন-‘বার্ধক্যকে বয়সের ফ্রেমে বেধে রাখা যায় না’। এই বাক্যের অর্থ এমন যে, নির্দিষ্ট বয়সের কাউকে আমরা যুবক বা বৃদ্ধ বলতে পারিনা। কারণ মানুষ প্রকৃত পক্ষে যুবক নাকি বৃদ্ধ, সেটি তার মন ও মননের ক্রিয়াশীলতার ওপর নির্ভর করে।

এই যেমন বিখ্যাত পোলিশ লেখক, সাহিত্যিক, দার্শনিক ও কলামিস্ট স্তানিস্লো জার্জি লেস বলেছেন-‘ যৌবন প্রকৃতির দান আর বার্ধক্য প্রকৃতির শিল্পকর্ম’।

পোল্যান্ডে জন্ম নেয়া সাহিত্যিক জার্জি লেসের ভাষায়, যৌবন কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মন ও মননের মধ্যে বেড়ে ওঠা এক সতন্ত্র গুণ। যা প্রকৃতির বিশেষ দান। তরুণ বয়সের অনেক মানুষের মাঝেও যৌবনে দীপ্তি দেখা যায় না। আবার বয়সে প্রবীণ অনেক মানুষের মাঝে চিরযৌবনের প্রখর আলো ঝলমল করে।

স্তানিস্লো জার্জি লেস বলেছেন, যৌবন প্রকৃতির অপার এক দান। প্রকৃতির রূপবৈচিত্রের তারতম্যের সঙ্গে যৌবনের রঙ পাল্টায়। একই ভাবে বার্ধক্য প্রকৃতির শিল্পকর্ম। যৌবনের রঙ নিয়ে প্রকৃতি মানুষের বার্ধক্য রাঙিয়ে দেয়। ফলে বার্ধক্য পরিণত হয় শিল্পকর্মে।

৩০ মে ২০২২, ১১:৪৯এএম, ঢাকা-বাংলাদেশ।