• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘বিজয়ীরা কখনোই হাল ছেড়ে দেয় না, যারা হাল ছেড়ে দিলে কেউ বিজয়ী হয় না’

‘বিজয়ীরা কখনোই হাল ছেড়ে দেয় না, যারা হাল ছেড়ে দিলে কেউ বিজয়ী হয় না’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

যেকোনো কাজে সফলতার জন্য প্রয়োজন একাগ্রতা ও নিরলস অধ্যবসায়। নিজের কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজের প্রতি একনিষ্ঠতা আপনাকে সফলতার কাছে পৌছে দেবে। সফল মানুষগুলোর জীবনী থেকেও এটা স্পষ্ট যে, নিজের কাজের ব্যাপারে যে যত বেশি আন্তরিক ও একাগ্র ছিলেন, তিনি তত বেশি সফল।

আপনি কি জানেন, নেপালের বিখ্যাত পর্বতারোহী শেরপা তেনজিং নোরগা সাতবার এভারেস্ট চূড়ায় আরোহনে ব্যর্থ হন। অষ্টমবার তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় পা রাখেন।

বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব ও মার্কিন ফুটবল কোচ ভিন্স লমবার্ডি বলেছেন- ‘বিজয়ীরা কখনোই হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই বিজয়ী হয় না’।

ভিন্স লমবার্ডির ভাষায়, যেকোনো কাঙ্খিত লক্ষ্যপূরণে সেই কাজের প্রতি এক নাগাড়ে লেগে থাকতে হয়। প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। লক্ষ্য অর্জনের মাঝপথে হাল ছেড়ে দিলে বিজয় অর্জন করা বা কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব নয়।

১৯১৩ সালে জন্ম নেয়া কিংবদন্তী ফুটবল কোচ ভিন্স লমবার্ডি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি ১৯৭০ সালে মৃত্যুবরণ করেন।

৩০ মে ২০২২, ১১:৪৭এএম, ঢাকা-বাংলাদেশ।