• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘সমাজকে আঘাত করা আর সমাজের অবিচারকে আঘাত করা এক জিনিস নয়’

‘সমাজকে আঘাত করা আর সমাজের অবিচারকে আঘাত করা এক জিনিস নয়’

উক্তি ডেস্ক

খ্যাতিমান সাহিত্যিক ও সমাজ সংস্কারক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য রচনার পাশাপাশি তিনি সমাজের নানা কুসংস্কার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর সাহিত্যকর্মের মাঝেও সমাজের নানা অন্যায় ও বৈপিরীত্যের চিত্র ফুটে উঠেছে।

মানবতাবাদী ও সমাজ সংস্কারক এই সাহিত্যিক বলেছেন-‘সমাজকে আঘাত করা আর সমাজের অবিচারকে আঘাত করা এক জিনিস নয়’।

বরেণ্য এই সাহিত্যিক সামাজিক রীতির নামে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কলম ধরেছিলেন। সমাজপতিদের দৌরাত্ম লাঘবে সম্মুখ সারির যোদ্ধা শরৎচন্দ্র।

বিখ্যাত বাঙালি এই লেখকের কথায়- সমাজ মানুষের আচার-আচরন নিয়ন্ত্রণ করে। সমাজে নানা রকম মানুষের বসবাস। সবাই একরকম নয়। মানুষ ভেদে সমাজে নানা রকম অনায্য কাজ হতে পারে। কিন্তু সমাজ যাদের হাতে নিয়ন্ত্রিত, সেই সমাজপতিরা যখন অবিচার করা শুরু করে, তখন আর সমাজ টিকে থাকে না।

কাজেই সুষ্ঠু সমাজ বিনির্মাণে প্রয়োজন সমাজের অবিচারের মূলে আঘাত করা। সমাজ পরিবর্তনে সমাজ ও সামাজিক রীতির মূলে আঘাত করা ততটা প্রয়োজনীয় নয়। বরং সমাজে যে অবিচার শিকড় গেড়েছে, সেই শিকড় সমূলে উৎপাটন জরুরি।

২৯ মে ২০২২, ১২:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।