• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘অনুকরণ করে কেউ কখনো বড় হতে পারে না’

‘অনুকরণ করে কেউ কখনো বড় হতে পারে না’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

স্বাধীন ও নিজস্ব ভাবনাশক্তি যার যত বেশি, তিনি ততবেশি সফল স্রষ্ঠা। সতন্ত্র ধারণা ও বিশেষ সৃষ্টির জন্য প্রয়োজন চিন্তার বৈচিত্র। কোনো কিছু সৃষ্টি করতে কিংবা নতুন উদ্ভাবনে ভিন্ন ধারা ও ভিন্ন ভিন্ন ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। আর এজন্যই আমাদের সবার উচিত, আবিষ্কারের জন্য নিজের মতো স্বপ্ন দেখা।

বিখ্যাত ইংরেজ লেখক, দার্শনিক ও গবেষক স্যামুয়েল জনসন বলেছেন- ‘অনুকরণ করে কোনো মানুষ কখনো বড় হতে পারে না’।

বিখ্যাত মার্কিন মোটিভেশনাল লেখক ডেল কার্নেগিও একই কথা বলে গেছেন। মনীষীদের ভাষ্য, অন্যের দেখানো পথ ও অন্যের শেখানো যুক্তি কাউকে সফলতা দিলেও তাতে তৃপ্তি ও প্রাপ্তি থাকে না। কোনো বিষয়ে বিশেষভাবে সফল হতে হলে অবশ্যই সৃজনশীল চিন্তার অধিকারী হতে হবে।

অন্যকে অনুকরণ করে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু নতুন কিছু সৃষ্টি করা যায় না। ডক্টর জনসন নামে খ্যাত বিখ্যাত দার্শনিক স্যামুয়েল জনসন সব সময় সতন্ত্র ভাবনা প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করেছেন। ১৭০৯ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন স্যামুয়েল। তিনি ইংরেজি সাহিত্যে অনন্য অবদান রেখে গেছেন।

২৮ মে ২০২২, ০১:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।