• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘ভেবেচিন্তে প্রতিজ্ঞা করে যে, সে ওই প্রতিজ্ঞা পালনে ততটাই দৃঢ়’

‘ভেবেচিন্তে প্রতিজ্ঞা করে যে, সে ওই প্রতিজ্ঞা পালনে ততটাই দৃঢ়’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

বাংলা প্রবাদ আছে- ‘ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিয়ো না’। এই কথার অর্থ আমাদের অধিকাংশেরই জানা। তার মানে, কোনো কাজ করার আগে তার আদ্যোপান্ত নিয়ে চিন্তা-ভাবনা করা প্রয়োজন। পরিকল্পনা না করে যত্রতত্র নেয়া সিদ্ধান্তগুলোর ফল কখনোই ভালো হয় না।

বাংলা এই প্রবাদটির সঙ্গেই যেন মিলে যায় বিখ্যাত ফরাসী দার্শনিক ও সাহিত্যিক জ্যাক রুশোর কালজয়ী সেই উক্তিটি। যেখানে তিনি বলেছেন- ‘যে ব্যক্তি কোন প্রতিজ্ঞা করার সময় খুব ধীরেসুস্থে ভেবেচিন্তে করে, সে তা পালনে ততটা দৃঢ়তা দেখিয়ে থাকে।’ ‘আলোকিত যুগ’-এর প্রবক্তা জ্যাক রুশো ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিলেন। জন্মসূত্রে সুইজারল্যান্ডের অধিবাসী হলেও তিনি ছিলেন ফরাসী নাগরিক।

সহজ ভাষায় বলা যায়- কোনো কাজ করার আগে সেই কাজের ফলাফল ও সেই কাজ সম্পর্কে পূর্ণ ধারণা রাখা। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেয়ার আগে প্রতিশ্রুতি পূরণে নিজের সক্ষমতা মাথায় রাখা জরুরি। কারণ, কথার কথা হিসেবে কোনো কাজ করলে বা কথা বললে তার ফল শূন্যই হবে।

আবার আমরা যেকোনো কাজ বা যেকোনো বিষয় নিয়ে হুটহাট প্রতিজ্ঞা করে বসি। নিজের সক্ষমতার ঊর্ধ্বে উঠেও আমরা প্রতিজ্ঞা করতে দ্বিতীয়বার ভাবি না। কিন্তু হওয়া উচিত ছিল তার উল্টো। কোনো ব্যাপারে প্রতিজ্ঞা করা বা কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেয়ার আগে অবশ্যই ভাবনা-চিন্তা করা উচিত। সঠিক ভাবনা ও পরিকল্পনা যেকোনো কাজে সফলতা এনে দেয়।

২৬ মে ২০২২, ১২:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।