• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘কিছু লোক প্রতিজ্ঞা ভঙ্গ করে আনন্দ পায় বলে যখন-তখন প্রতিজ্ঞা করে’

‘কিছু লোক প্রতিজ্ঞা ভঙ্গ করে আনন্দ পায় বলে যখন-তখন প্রতিজ্ঞা করে’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

প্রকৃত মানুষ কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করা বরং দুর্বল ও দুষ্টু লোকের কাজ। প্রতিশ্রুতিশীল ও আমানতদার মানুষ সব সময় ভেবে চিন্তে প্রতিজ্ঞা করেন। সত্যবাদী মানুষ প্রতিজ্ঞা করা বা কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেয়ার আগে ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করেন। কিন্তু মিথ্যাবাদী ও বিবেক বিবর্জিত মানুষ যথাতথা প্রতিজ্ঞা করে বসে।

যুক্তরাজ্যে জন্ম নেয়া বিখ্যাত দার্শনিক ও সংস্কারক হেনরি আর্থার বলে গেছেন-‘কিছু লোক প্রতিজ্ঞা ভঙ্গ করে আনন্দ পায় বলে যখন-তখন প্রতিজ্ঞা করে’।

হেনরি আর্থারের এই উক্তিটি একাধিক হাদিসেও মিল পাওয়া গেছে। যথাতথা প্রতিজ্ঞা না করার ব্যাপারে বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও নির্দেশনা আছে। মনীষীরা বলছেন, কিছু মানুষ কথার মাধ্যমে অন্যকে প্রতারিত করে আনন্দ পায়। এই শ্রেণির মানুষ মনে করে, অন্যকে প্রতারিত করে হয়তো তারা লাভবান হয়।

কিন্তু বাস্তবতা ভিন্ন। মিথ্যাবাদী ও চতুর শ্রেণির মানুষের প্রথম নিদর্শন, তারা কথা দিয়ে কথা রাখে না। যখন কথা বলে মিথ্যা কথা বলে। আর এই শ্রেণির মানুষ কথায় কথায় প্রতিজ্ঞা করে। জ্ঞানীরা বলছেন, যে যত মিথ্যা কথা বলে, সে তত বেশি প্রতিজ্ঞা করে।

২৫ মে ২০২২, ১২:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।